গুজব ঠেকাতে পৌর মেয়র নিজেই হাট বাজারে

রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাই উপজেলার বাজার গুলোতে ব্যবসায়ীরা গুজব শুনে হঠাৎ করে লবণের দাম বাড়িয়ে দেয়। এমন গুজবে সাধারণ মানুষ ভিড় জমায় লবণের দোকানে। এসময় ব্যবসায়ীরা নির্ধারিত দামে চাইতে অতিরিক্ত দামে লবন বিক্রি শুরু করে। প্রতি কেজি লবন ১০০-১২০ টাকা করে বিক্রি করে।
এমন খবর শুনে ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা তাৎক্ষণিক পৌর শহরের বিভিন্ন বাজারে যান এবং বাজার মনিটরিং করেন এবং লবনের দাম বেড়ে গেছে এসব গুজব বলে সবাইকে সচেতন করেন।
পৌর মেয়র এসময় পৌর শহরের সকল পৌর শহরের বাজারের দোকান মালিকদের  বেশি দামে লবন বিক্রি নিষেধ করেন এবং একজনকে এক প্যাকেটের বেশি লবন না দেওয়ার ও ক্রেতাদের এক প্যাকেটের না কেনার আহব্বান জানান।
এসময়  বেশি দামে লবন বিক্রির অভিযোগে পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা ৭ ব্যবসায়িকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ১০ হাজার করে ৭০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
Print Friendly

Related Posts