ধামরাইয়ে প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা বিক্রির নির্দেশ  

রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাই বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে এমন  অভিযোগে পেঁয়াজের বাজারের অভিযান চালান পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ধামরাই উপজেলার পৌর বাজারে অভিযান পরিচালনা করেন । এসময় পৌর মেয়র ব্যবসায়ীদের  অধিক মোনাফার জন্য বেশি দামে  পেঁয়াজ বিক্রি না করার জন্য সতর্ক করেন। এসময় তিনি প্রতিটি পেঁযাজ ব্যবসায়ীদের  দোকানে সামনে প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা করে এমন লিফলেট টাঙ্গিয়ে দেন।এবং সব দোকানিদের ৬০ টাকা করে বিক্রির  জন্য মূল্য বেঁধে দেন।

অভিযান চলাকালে পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা বলেন, বর্তমানে দেশে  পেঁয়াজের কোন সংকট নেই।এর কারন বাজারে নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে।এর মধ্যে আমাদের দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে বিমানে করে পেঁয়াজ আমদানি করেছেন।যদি কোন ব্যবসায়ী যদি সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বৃদ্ধি করে তাহলে সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।

Print Friendly

Related Posts