আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল উপজেলার জনগুরুত্বপূর্ণ এ দুই উপজেলা ঘেসা বংশাই নদীর বড়ইতলী ঘাঁটপাড় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের বড়ইতলা ঘাঁটপাড় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সখীপুর-বাসাইল উপজেলার ১২ গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ ও স্কুল কলেজ মাদ্রারাসায় পড়ুয়া শিক্ষার্থীদের দীর্ঘদিনের অবর্ননীয় দুর্ভোগ বংশাই নদীর বড়ইতলী ঘাঁটপাড় অনতিবিলম্ভে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শাইফুল ইসলাম শামীম, শাহাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ বিএসসি বক্তব্য দেন।
এ সময় দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র কর্মকর্তা আলমাস উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য শাহিন আল মামুনসহ সংল্লিষ্ট এলাকার ভূক্তভোগী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সহস্রাধিক এলাকাবাসী অংশ নেন।