মানিকগঞ্জে ১০০ দিনের বিশেষ কর্মসূচীর উদ্বোধন

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ প্রতিনিধি: মুজিব বর্ষ  উপলক্ষ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে মানিকগঞ্জে ১০০ দিনের বিশেষ কর্মসূচীর উদ্বোধন হয়েছে।  শনিবার সকালে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে এই  কর্মসূচির উদ্বোধন করেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা।

পল্লী সমিতির বোর্ড সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পিজিসিবি’র নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার(কারিগরী) মোঃ শাহ আলম, জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বিপাসা ইসলাম,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু।

অনুষ্ঠানে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আব্দুর রশিদ মৃধা জানান, মুজিব বর্ষ উপলক্ষ্যে পল্লী বিদ্যুৎ সমিতি এটাকে সেবা দিবস হিসেবে জেলা ব্যাপী নিরবিচ্ছিন্ন  বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।  মানিকগঞ্জের প্রতিটি গ্রামে ইতিমধ্যে  শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। এই বিদ্যুৎ ব্যবস্থা আরো সম্প্রসারণ করার  ও নিরবিচ্ছিন্ন নিশ্চিত করতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

Print Friendly

Related Posts