নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দলিল লেখক সমিতির সংবর্ধনা ও আলোচনা সভা শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় ৷ বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব নুর আলম ভুইয়া সম্প্রতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রালয়ের ব্যবস্থাপনায় ইংল্যান্ড ওয়েলস এর ল্যান্ড রেজিষ্ট্রি সম্পর্কীয় অভিজ্ঞতা নেওয়ার জন্য ইংল্যান্ড এবং ওয়েলসে এক যৌথ সেমিনারে যোগদান করেন ৷
বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব নুর আলম ভুইয়া দেশে ফেরারপর সংগঠনের পক্ষ থেকে আজ এক সংবর্ধনার আয়োজন করা হয় ৷
বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব জোবায়ের আহমেদের পরিচালনায় এবং তেজগাঁও রেজিষ্ট্রি কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব সেলিম রেজার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত সভাপতি আলহাজ্ব নুর আলম ভুইয়া বলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি হিসেবে ইংল্যান্ডের ওয়েলেসএ আন্তর্জাতিক সেমিনারে অংশ গ্রহন আমার সারাদেশের দলিল লেখকদের অর্জন ৷ তিনি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হক ও নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক নিবন্ধন (আইজিআর) খান মোঃ আব্দুল মান্নান সাহেবকে সারা দেশের দলিল লেখকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ৷
সভাপতি আলহাজ্ব নুর আলম ভুইয়া ইংল্যান্ডের সেমিনারের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ইংল্যান্ড এবং বাংলাদেশের ভূমি রেজিষ্টেশন সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন আমাদের দেশে আমরা ভূমি রেজিষ্ট্রেশন দ্রুত সম্পন্ন করে দেই ইংল্যান্ডে ক্ষেত্র বিশেষে ৩ থেকে ৬ মাস সময় লাগে, বাংলাদেশে জমির মালিকানা জনগন ইংল্যান্ডে এ জমির মালিকানা শতভাগ সরকারের হাতে ৷
সভাপতি আরো বলেন জমি নামজারী করতে গিয়ে জনগন ভূমি অফিসে প্রতি নিয়ত নানা হয়রানীর শিকার হচ্ছে ৷ তিনি নিবন্ধন পরিদপ্তরকে ভূমি মন্ত্রনালয়ের অধিনে নেওয়ার যে পায়তারা করা হচ্ছে তার প্রতিবাদ জানান, তিনি আইন মন্ত্রনালয়ের অধিনে নিবন্ধন পরিদপ্তর রাখার পক্ষে দলিল লেখকদের পক্ষে কথা বলেন ৷
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ফরিদুল ইসলাম বাহাদুর, খোরশেদ আলম বাবুল, যুগ্ম মহাসচিব মুক্তার হোসেন, ফরিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন খন্দকার, নাসির উদ্দিন আহমেদসহ সারাদেশের দলিল লেখকদের নেতৃবৃন্দ ৷