মানিকগঞ্জে দুর্যোগ সহনীয় ঘর পেল গৃহহীন দশ পরিবার

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির বিশেষ বরাদ্দের আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের সদর উপজেলার পুটাইল, ভাড়ারিয়া ও হাটিপাড়া ইউনিয়নের দশটি গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগম।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে খাবাশপুর ডিগ্রী কলেজের মাঠে এই দুর্যোগ সহনীয় ঘরের চাবি হস্তান্তর করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মমতাজ বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সহকারি কমিশনার সদর (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুন, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা, সিংগাইর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, হাটিপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মনির হোসেন, পুটাইল ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ও ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ মমতাজ বেগম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না। সমাজের গৃহহীনদেরকে সরকারের উদ্যোগে ঘর নির্মাণ করে দেয়া হবে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ সদরের তিনটি ইউনিয়নে দশটি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র জনসাধারণে নিকট তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জনগণের নেত্রী, জনগণের প্রধানমন্ত্রী। সারাদেশের ন্যায় মানিকগঞ্জের উন্নয়নকে অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে। সকল উন্নয়নমূলক কাজের চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ ওই এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

Print Friendly

Related Posts