বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও বরুসিয়া ডর্টমুন্ড।ক্যাম্প-ন্যু-এ এ্ই ম্যাচে বার্সার হয়ে ৭০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন ফুটবল তারকা লিওনেল মেসি।
সেই সাথে আজ জয়লাভ করায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল বার্সেলোনা।
এর আগে বার্সেলোনার হয়ে এই মাইলফলক স্পর্শ করা একমাত্র খেলোয়াড় হলেন জাভি হার্নান্দেস। কাতালান এই ক্লাবটির হয়ে ৭৬৭ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী এই ফুটবলারের।
সে হিসেবে মেসি হবেন এই মাইলফলকে পৌঁছা দ্বিতীয় ফুটবলার। এই খেলাগুলোয় মেসি ৬১২টি গোল করেছেন এবং সতীর্থদের গোলে অবদান রেখেছেন ২৪৮ বার।
বুধবার রাতে ৭০০তম ম্যাচে আরো ১টি গোল করেছেন এবং সতীর্থদের গোলেও ফের অবদান রেখেছেন।
মেসি নিজে গোল করলেন। সতীর্থদের দিয়ে করালেন দুই গোল। অধিনায়কের জাদুকরী পারফরম্যান্সে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠে গেল বার্সেলোনা।
নিজেদের মাঠে বুধবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচটি আর্নেস্তো ভালভার্দের দল জিতেছে ৩-১ গোলে। মেসির পাশাপাশি একটি করে গোল করেন অন্য দুই তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ও আঁতোয়ান গ্রিজমান।