ডাকাতি মামলার আলামত বিক্রি! দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

রাসেল হোসেন, ধামরাই: মামলার আলামত বিক্রির অভিযোগে ঢাকার ধামরাই থানাধীন কাওয়ালীপাড়া পুলিশ ফাড়ির দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার করা দুই পুলিশ কর্মকর্তারা হলেন- ওই ফাড়ির ইনচার্জ পরিদর্শক একেএম ফজলুল হক এবং এএসআই শামীম।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্রা সাহা ওই দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কাওয়ালিপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক একেএম ফজলুল হক ও এএসআই  শামীম একটি ডাকাতির মামলার তদন্তে নেমে আশুলিয়ার জিরানী থেকে ৩টি অটোভ্যান উদ্ধার করেন। পরে ওই ৩টি অটোভ্যান  ডাকাতি মামলার আলামত হিসেবে দেখানো হলেও সম্প্রতি পরিদর্শক একেএম ফজলুল হক  গোপনে ওই ৩টি অটোভ্যান বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করেন এএসআই শামীম।

তবে পরিদর্শক ফজলুল হক উল্টো বিষয়টি অস্বীকার করলে গতকাল পরিদর্শক ফজলুল হক ও শামীমের মধ্যে কথাকাটি হয়। পরবর্তীতে মামলার আলামত বিক্রি অভিযোগসহ পুরো ঘটনাটি জেলা পুলিশ সুপারের নজরে আসলে তিনি রাতে ওই দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেন। একই সাথে তাদের স্থলে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেন।

Print Friendly, PDF & Email

Related Posts