ধামরাইয়ে ৫টি ইটভাটায় অভিযান, ৬০ লক্ষ টাকা জরিমানা

রাসেল হোসেন, ধামরাই: ধামরাইয়ের ডাউটিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান অাদালত। অভিযান পরিচালনার সময় ৫টি ইটভাটাকে ৬০ লাখ টাকা অার্থিক জরিমানা করা হয়। একই সাথে ওই ভাটা ৫টি ভেঙ্গে দেয়া হয়।

বৃহস্পতিবার সকাল থেকে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় এই অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের  নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম।

ভ্রাম্যমান অাদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম জানান, অাদালতের নির্দেশনা মোতাবেক এবং তাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ধামরাইয়ের ডাউটিয়াতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময়ে ৫টি ভাটা কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে ব্যার্থ হলে এবং স্কুলসহ অাবাসিক এলাকা সংলগ্ন এলাকায় ভাটাগুলো নির্মাণ করায় প্রতিটি ভাটাকে ১২লাখ করে মোট ৬০ লাখ টাকা অার্থিক জরিমানা করা হয়। একই সাথে ভাটাগুলো ভেঙ্গে দেয়া হয়।

সামনের দিনেও শুধু ধামরাই নয়, রাজধানীর অাশপাশের প্রতিটি এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হবে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান চলাকালীন সময়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ছাড়াও বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন ছিল।

Print Friendly, PDF & Email

Related Posts