মানিকগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্য মন্ত্রী

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলা বেতিলা বাজার খেয়াঘাটে ৩ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর ও বেতিলা স্কুল এন্ড কলেজের ৭৮ লক্ষ টাকা ব্যয়ে বর্ধিত তিনতলা ভবনের উদ্বোধন করেন  স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন।

বেতিলা স্কুল এন্ড কলেজের সভাপতি মীর আমিরুল হকের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন । এসময় তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই গ্রাম আজ শহরের পরিণত হচ্ছে। প্রতি বাড়িতে বিদ্যুৎ সংযোগসহ ও রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক কাজ করে যাচ্ছে। দেশে এখন শিশু মৃত্যু হার কমেছে। টিকাদান কর্মসূচিসহ স্বাস্থ্যখাতে নানা উন্নয়নের কারণে প্রতি বছর অন্তত ১ লক্ষ শিশুর জীবন রক্ষা পাচ্ছে।

জনসমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতকর্মীরা।

Print Friendly, PDF & Email

Related Posts