মানিকগঞ্জে অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মানিকগঞ্জে অবৈধ ভাবে পরিচালিত হওয়া ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

আজ বেলা ১১টার দিকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহম্মেদের নেতৃত্বে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় অবস্থিত মেসার্স মানিকগঞ্জ বিকস্ ও মেসার্স তমা বিকস্ নামের ইটভাটায় অভিযান চালায়। এ সময় দুটি ভাটার চিমনি আংশিক ভেঙ্গে দেওয়া সহ এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  আশরাফুল আলম ও জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক খালেদ হাসান সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য মানিকগঞ্জে ১৪৯ টি  ইটভাটার মধ্যে চালু রয়েছে ১৩৩টি। এরমধ্যে সিঙ্গাইর ও সাটুরিয়া উপজেলায় ৯৩টি ভাটার মধ্যে অবৈধ ভাবে পরিচালিত হচ্ছে ৪০টি ইটভাটা।

Print Friendly, PDF & Email

Related Posts