নতুন সুরের এ্যালবাম Nirvana বের হচ্ছে

শিউল মনজুর: সরোদ সেতার আর তবলার অনন্য মুর্চ্ছনায় সৃষ্ট Nirvana (নির্বানা-খন্ড এক) নামের এক অনবদ্য সুরের এ্যালবাম বাজারে আসছে।

এই এ্যালবামে সুরের যে আবহ সৃষ্টি তা মানুষের মনকে এক বিশেষ মুগ্ধতায় বন্দী করে রাখে এবং এই রাগগুলি নিষ্টা ও শান্তি প্রকাশ করে।

বিশিষ্ট তবলাবাদক মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট স্কুলের পারা সংগীত পরিচালক রণেন্দ্র কুমার দাশ এই এ্যালবামটির সাথে জড়িত।

তিনি জানান, এ্যালবামের রাগগুলি নিষ্টা ও শান্তি প্রকাশ করে এবং শ্রোতাকে বীর রসে উদ্বুদ্ধ করে- যা আত্মাকে বিজয়ী করে ও অভ্যন্তরীণ তৃপ্তির অবস্থাতে পৌঁছায়।

Nirvana+

নির্বানা এ্যালবামে সেতার সরোদ ও তবলায় ছিলেন, অভীক মুখোপাধ্যায়, অপ্রতিম মজুমদার ও রণেন্দ্র কুমার দাশ।

এই নতুন এ্যালবামটি পেতে হলে বা ক্রয় করতে হলে সার্চ দিতে হবে www.Ranendradas.com.

আশা করি এ্যালবামটি শ্রোতাদের মনজয় করতে পারবে। এ্যালবামটির মূল্য রাখা হয়েছে ১০.৯৯ ডলার। এ্যালবামটি ২০ ডিসেম্বরের পর অনলাইনে পাওয়া যাবে।

Print Friendly, PDF & Email

Related Posts