দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকিতে উপজেলা পর্যায়ে “জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প -পর্যায়-২” প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১ টায় দুমকি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প পর্যায়- ২ (সিডব্লিউএফডি) পটুয়াখালীর আয়োজনে, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর সহযোগিতায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার শংকর কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল-ইমরান। অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ফারজানা ইসলাম, দুমকি প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল, অবহিতকরণ সভা পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র-ছাত্রী, জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।