সাটুরিয়ায় তিনটি ড্রেজার পোড়ালেন ইউএনও

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের আকাশি ও তিল্লী ব্রিজ এলাকায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তেলনের দায়ে তিনটি ড্রেজার মেশিন পোড়ালেন ইউএনও।

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে অভিযান চালিয়ে ওই ড্রেজারগুলো পুড়িয়ে দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম।

উপজেলার আকাশি এলাকার মো. সাঈদ আলী একই এলাকার রুহুল, মনির, আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন মিলে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তেলন করছে একটি মহল। এতে করে ফসলি জমি হুমকির মুখে পড়ে যাওয়ায় এলাকার লোকজন মিলে ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযোগ দিলে প্রশাসনের লোকজন এসে ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়ে যায়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানান, অবৈধভাবে নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তেলন করে আসছে একটি মহল। পড়ে অভিযান চালিয়ে তিল্লী ইউনিয়নের তিনটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়া হয়। এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Print Friendly

Related Posts