বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দীর্ঘদিন পর চেনারূপে দেখা গেলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে। তার দুর্দান্ত শুরুর পর থিসেরা পেরেরার ৪২ রানের ঝড়ো ইনিংসে কুমিল্লা ওয়ারিয়র্সকে ১৮১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ঢাকা প্লাটুন্স।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লার অধিনায়ক ধাসুন শানাকা। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন এনামুল বিজয়। মেহেদী হাসানও দ্রুত ফিরে গেলে বিপদে পড়ে ঢাকা।
তবে তামিম-ইভান্সের ৭৫ রানের জুটিতে ধীরে ধীরে বড় সংগ্রহের দিকে ছুটতে থাকা মাশরাফির দল। তামিম ধীরে ধীরে বের হয়েছেন নিজের খোলস ছাড়িয়ে। চার-ছয়ের ফুলঝুরিতে মাত্র ৫৩ বলে ৭৪ রান করেন তামিম। ৬টি চার ও ৪টি ছয়ের মারে তিনি এই রান করেন। লরি ইভান্স করেন ২৩ রান।
ইভান্স আউট হয়ে গেলে ক্রিজে এসে মাত্র ১৭ বলে ৪২ রান করেন থিসেরা পেরেরা। তার ইনিংসটি সাজানো ছিলো ৭টি চার ও ১টি ছয়ের মারে। কুমিল্লার হয়ে দুটি করে উইকেট নেন শানাকা ও সৌম্য সরকার। একটি করে উইকেট রনি ও মুজিব।