বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ কঙ্গনার রূপেই নয়, তাঁর শরীরের সৌন্দর্যেও মুগ্ধ অনেকেই? তাঁর এই সুন্দর শরীরের পিছনে রয়েছে কতটা পরিশ্রম। দীর্ঘদিন ধরে কতটা সময় ব্যায়াম করলে এই শরীর পাওয়া যায়, তা কজনই বা জানেন।
কঙ্গনা এই ভিডিওতে বলেছেন, শরীরচর্চার জন্য কোনও বিশেষ জায়গার দরকার হয় না। বরং, আজকের দিনে জীবনে কোনও প্ল্যাটফর্মেই সাফল্য পেতে গেলে, সুস্থ এবং সবল শরীর থাকাটা খুবই প্রয়োজন।
কঙ্গনা রিবকের কস্টিউমেরও খুব প্রশংসা করেছেন এই ভিডিওতে।