মতলব উত্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস পালন

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় বিজয় র‌্যালি, সাংস্কৃতিক প্রতিযোগী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা, শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া, প্রীতি ক্রিকেট ম্যাচ এবং ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

লুধুয়া হাইস্কুল এন্ড কলেজ: সূর্যোদ্বয়ের সাথে সাথে তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অধ্যক্ষ মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহ-অধ্যাপক রুহুল আমিন, সহ-অধ্যাপক কামরুজ্জামান, ফজলুল হক তালুকদার, ম্যানেজিং কমিটির সদস্য মো. কামরুল ইসলাম সরকার, আ. রশিদ বেপারী, রুহুল আমিন, আল-মামুন, ৮০নং লুধুয়া সপ্রাবির ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান মিয়া, অভিভাবক সদস্য হেলাল উদ্দিন, প্রভাষক দিলরুবা আক্তার, ফজিলা পারভীন, আমিনুল করিম, শাহিনুর আক্তার, মনছুর আহমদ, দীপক চন্দ্র, আরিফুল ইসলাম, মহসিন মিয়া, সহ-শিক্ষক সফিকুল ইসলাম, আবুল বাশার, আঃ মতিন, হুমায়ুন কবির চাঁন মিয়া’সহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফতেপুর উচ্চ বিদ্যালয়: বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলোয়াত, জাতীয় সংগীত প্রতিযোগীতা, দেশাত্ববোধক গান, কবিতা, রচনা প্রতিযোগীতা, বিজয় ফুল প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিজয় র‌্যালিতে নেতৃত্ব দেন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রজ্জব আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক, সহ-শিক্ষক রত্না পারভেজ, জসিম উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. শাহজালাল, কবির হোসেন, আবু ইউসুফ, জাহাঙ্গীর আলম, মো. মাসুদ, আলী আব্বাস, ফজলুল হক, আহম্মদ হোসেন প্রমূখ।

জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়: সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান পরিবেশন, শহীদের আত্মার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মনিরুজ্জামান মহন। এসময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ মহসিন সরকার, সহকারি প্রধান শিক্ষক ফাহমিদা আক্তার, সহকারি শিক্ষক মোস্তফা কামাল, আকমাল হোসেন, আনোয়ার হোসেন, চন্দন দাস, বাবু বিনয় ভুষন মন্ডল, রফিকুল কবির, জসিম উদ্দিন, হুমায়ুন কবির, আছমা আক্তার, নুশরাত শারমিন, তাজুল ইসলাম, সাবিকুন নাহার, মনুসর আহমেদ, হারুন অর রশিদ, সিরাজ উদ্দিন চৌধুরী, কামরুন্নাহার, আব্দুল ওয়াদুদ, ইউনুছ মিয়া’সহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উপযাপতি হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts