স্পন্সর নেই, বাংলাদেশের বিপক্ষে টেস্ট বাতিল আয়ারল্যান্ডের

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ স্পন্সর না থাকায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট বাতিল করেছে আয়ারল্যান্ড। ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী ২০২০ সালের গ্রীষ্মে আয়ারল্যান্ডে গিয়ে একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। আর্থিক সংকটের কারণে সেই টেস্টটি বাতিল করে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ খেলতে চায় আইরিশরা। এ খবর দিয়েছে ইএসপিএন-ক্রিকইনফো।

বাংলাদেশের বিপক্ষে একটি টেস্টের জন্য ১.১৪ মিলিয়ন ইউএস ডলার ব্যয় হতো আয়ারল্যান্ডের। স্পন্সর না থাকায় এ পরিমাণ টাকা খরচ করে টেস্ট আয়োজন সামর্থ্যের বাইরে মনে করছে নবাগত টেস্ট খেলুড়ে দেশটি।

ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রোম টেস্ট আয়োজন করতে না পারায় দুঃখ প্রকাশ করে বার্তা দিয়েছেন, ‘সব টেস্ট খেলুড়ে দেশের মতো আমরাও ক্রিকেটের সব সংস্করণে খেলতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আর্থিক সীমাবদ্ধতার কারণে আমরা টেস্ট আয়োজন করতে পারছি না।’

Print Friendly

Related Posts