পঞ্চগড়ে তীব্র শীত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মঙ্গলবার সকাল ৯টায় এ জেলায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিন ধরে দুপুর পর্যন্ত দেখা মেলে না সূর্যের। কুয়াশাচ্ছন্ন থাকে পুরো জেলা।

প্রতিদিন বিকেলের পর থেকে তাপমাত্রা কমতে থাকে। রাতে ও সকালে শীত থাকে সবচেয়ে বেশি। শীতে বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ।

আবহাওয়া দপ্তর বলছে, প্রতিদিন কমছে এই জেলার তাপমাত্রা। বাড়ছে শীত ও ঘন কুয়াশা। গত কয়েকদিন থেকে এ জেলায় বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সম্ভাবনা রয়েছে শ্বৈত প্রবাহেরও।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, গত কয়েকদিন ধরেই পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মাসের শেষের দিকে এক থেকে দুটি শ্বৈত প্রবাহ বয়ে যেতে পারে।

Print Friendly

Related Posts