মৌসুমের প্রথম এল ক্লাসিকো আজ রাতে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মৌসুমের প্রথম এল ক্লাসিকো হওয়ার কথা ছিল ২৬ অক্টোবর। সেই ক্লাসিকো মাঠে গড়াতে যাচ্ছে আজ। অবশ্য আজকের ম্যাচটি ঘিরেও অনিশ্চয়তা রয়ে গেছে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের কথায়! ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন – ‘আমাদের বিশ্বাস করতে হবে এল ক্লাসিকো যথাসময়েই মাঠে গড়াবে।’

ম্যাচটি শুরু হবে বুধবার দিবাগত রাত ১টায়। দেখা যাবে সরাসরি ফেসবুকে।

স্পেনের রাজনৈতিক উত্তাপে প্রথমবার করা যায়নি ম্যাচটি। তাই ন্যু ক্যাম্পে হতে যাওয়া ম্যাচটিকে বলা হচ্ছে রাজনৈতিক উত্তাপের এল ক্লাসিকো! উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে দুই দলের জমজমাট অবস্থান। লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সমান ৩৫ পয়েন্ট। গোল ব্যবধানে শীর্ষে রয়েছে বার্সা। তাই আজ যেই জিতবে লিগে আধিপত্য বিস্তারে এগিয়ে যাবে তারা।

আবার এই ক্লাসিকোতে বার্সার আধিপত্য ম্লান করে দিতে পারে সব কিছু। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে শেষ ৬ ম্যাচে রেকর্ড খুব একটা স্বস্তি দিচ্ছে না রিয়ালকে। দুটি ড্রয়ের বিপরীতে হার ৪টি। তাই বলে হাল ছেড়ে দিচ্ছেন না রিয়াল কোচ জিদান, ‘আমরা জানি কাদের সঙ্গে খেলতে যাচ্ছি। ওদের মেসি আছে, কিন্তু আমাদেরও অস্ত্রের অভাব নেই।
রাজনৈতিক উত্তাপ আছে বলে দুই দলের হোটেল প্রিন্সেস সোফিয়ায় নিরাপত্তা কর্মী আছেন প্রায় ৩ হাজার। জিদানও জানেন এই অবস্থা। খুব করে চাইছেন ম্যাচটা হোক যথাসময়ে, ‘বাইরে অনেক কিছুই বলা হয়েছে। কিন্তু লোকজন কিন্তু এই ম্যাচটি হোক এমনটা চাই। আমরা বিশ্বাস করি ম্যাচটি মাঠে গড়াবে।’

Print Friendly

Related Posts