যেন পথ খুঁজে পাচ্ছে না ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥  যেন পথ খুঁজে পাচ্ছে না ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স। বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচেও জয়ের দেখা পেল না দলটি। হারের বৃত্তে থাকা মোহাম্মদ নবির দলকে ৮ উইকেটে হারিয়ে নিজেদের তৃতীয় জয় তুলেছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।

শুক্রবার ছুটির দিনে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভরা দর্শকের সামনে ৯ উইকেটে ১৩৭ রান তুলেছিল রংপুর রেঞ্জার্স। মাঝারি রানকে পাত্তাই দেয়নি খুলনার ব্যাটসম্যানরা। মোস্তাফিজ-তাসকিনদের বিপর্যস্ত করে ৪৫ বল আগেই জয় তুলে আনেন রহমানউল্লাহ গুরবাজ-রাইলি রুশোরা।

চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে ১৮১ করেও হেরে গিয়েছিল রংপুর। সেই ম্যাচে তাণ্ডব চালানো ওপেনার মোহাম্মদ শাহজাদ শুক্রবার আবারও ব্যর্থ। আফগান তারকার ব্যর্থতা কিছুটা ভুলিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন নাঈম শেখ। ৫ চার ও ২ ছক্কায় ৩২ বলে ৪৯ করে বাঁহাতি ওপেনার ফিরতে হাল ধরেন ফজলে মাহমুদ রাব্বী।

রাব্বীও ফিফটি পাননি ৮ রানের জন্য। ৩৩ বলে ৪২ করে মিডলঅর্ডারের এ ব্যাটসম্যান ফিরতেই আর কেউ ইনিংস বড় করতে পারেননি।

২১ রানে ৩ উইকেট নিয়ে রংপুরের ব্যাটিংকে মাথা চাড়া দিতে দেননি শফিউল ইসলাম। ২৪ রানে ২ উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।

খুলনার ওপেনার নাজমুল হোসেন শান্ত ফিরেছেন মাত্র ১ রান করে। তিন ম্যাচে বাঁহাতি ওপেনার রান করেছেন সবে ৫। তাতে অবশ্য সমস্যা হয়নি টাইগার্সদের। রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ৬১ রানের জুটিতে ম্যাচ নিজেদের দিকে আনেন রুশো।

৪ ছক্কায় ২২ বলে ৩৭ করার পর রহমান ফিরে যান। রুশো ফিরেছেন ম্যাচ শেষ করেই। ২৩ বলে ফিফটি তোলা প্রোটিয়া ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৩১ বলে ৬৬ করে, ২ ছক্কার সঙ্গে ৯ চারের ইনিংস। অধিনায়ক মুশফিক অপরাজিত থাকেন ১৫ বলে ১৬ করে।

Print Friendly

Related Posts