মতলব উত্তর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাকির হোসেন বাদশা : মতলব উত্তর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ছেংগারচর সরকারি ডিগ্রী কলেজে উপজেলার দশটি কিন্ডারগার্ডেন থেকে নার্সারি-কেজি ফোর এর ২০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা নিয়ন্ত্রক ছেংগারচর সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন ভূঁইয়া জানান, মতলব উত্তর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা পর্যবেক্ষণ করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব টিপু সুলতান, যুগ্ম-মহাসচিব গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন, শিক্ষা সচিব মহিউদ্দিন, সদস্য নুরুল আমিন বোরহান, বোরহান উদ্দিন, সোহেল মাহমুদ, আনোয়ার হোসেন, হালিমা হোসেন, সেলিনা আক্তার, সোনিয়া আক্তার’সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ।

পরীক্ষায় অংশগ্রহণ করেন- ফোর স্টার কিন্ডার গার্টেন, হাজী ইউসুফ আলী কিন্ডার গার্টেন, ইউসুফ মেমোরিয়াল কিন্ডার গার্ডেন, নবকুড়ি কিন্ডার গার্টেন, শিশু বিদ্যানিকেতন, মা ইন্টারন্যাশনাল কিন্ডার গার্টেন, উদয়ন কিন্ডার গার্টেন, ড্যাফোডিল কিন্ডার গার্টেন, অক্সফোর্ড কিন্ডার গার্টেন ও আলাউদ্দিন খান একাডেমি।

Print Friendly

Related Posts