বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি।
তফসিলে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছায়ের শেষ তারিখ ২ জানুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহার ৯ জানুয়ারি ধার্য করা হয়েছে।
এ সময় সিইসি কে এম নুরুল হুদা বলেন, কোনও দলকে সন্তুষ্ট করতে নয় সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হবে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে। তবে নির্বাচনে সেনাবাহিনী থাকবে না বলে জানালেও ভোটারদেরকে ভোট দেওয়ার আহ্বান জানান সিইসি।