বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ তীব্র শীতের মধ্যে বৃহস্পতিবার রাতে বরগুনা, ভোলাসহ উপকূল এলাকায় বৃষ্টি হয়েছে। এরসঙ্গে বইছে হিমেল বাতাস।
সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বরগুনার কিছু কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আধঘণ্টা পর পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা ও পিরোজপুর জেলার উপকূল এলাকায় বৃষ্টি শুরু হয়। রাত ১০টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। সঙ্গে হিমেল বাতাসে স্থানীয়রা কাবু হয়ে পড়েছে। ভোলায়ও সন্ধ্যার পর খেকে বৃষ্টি হচ্ছে বলে প্রতিনিধি জানিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তর বুধবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বুধবার থেকে পরবর্তী দুই দিন দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কলাপাড়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জানান, থেমে থেমে এই বৃষ্টি শুক্রবার দিনভর অব্যাহত থাকবে। বৃষ্টি থামার পর শীতের তীব্রতা বৃদ্ধি পাবে।
তিনি জানান, বৃহস্পতিবার বরগুনা, পটুয়াখালী, ভোলাসহ এ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতের মধ্যে বৃষ্টির সঙ্গে হিমেল বাতাসে উপকূলের জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।