বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে লড়ার জন্য বর্তমান সাঈদ খোকনকে নির্বাচনী কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন সাঈদ খোকন।
তিনি বলেন, ‘আমি মনোনয়ন ফরম নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি আমাকে কাজ শুরু করতে বলেছেন। আগামীকাল থেকে কাজ শুরু করব।’
এর আগে গতকাল বৃহস্পতিবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে যান খোকন। সেখান থেকে ২৫ হাজার টাকা দিয়ে ফরম সংগ্রহ করেন।
ফরম সংগ্রহের পর কার্যালয়ের গেটের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন। অশ্রুসিক্ত কণ্ঠে সাঈদ খোকন বলেন, ‘পিতার হাত ধরে রাজনীতিতে এসেছি। আজ পিতা নেই। পিতার অবর্তমানে আমার অভিভাবক আমার নেত্রী শেখ হাসিনা। তিনি যেটা ভালো মনে করবেন, সেটাই করবেন।’
খোকন বলেন, ‘ঢাকাবাসীর সুখে-দুঃখে, আপদে-বিপদে পাশে ছিলাম। আজ আমার রাজনৈতিক জীবনের কঠিন সময়। এই কঠিন সময়ে আমি ঢাকাবাসীর প্রতি আহবান জানাই আমার জন্য একটু দোয়া করবেন।’
ঢাকা দক্ষিণ সিটির মেয়র আরও বলেন, ‘অনেক কাজ করেছি, কিছু কাজ বাকি আছে। আমি যাতে কাজগুলো শেষ করে যেতে পারি। আমি আবারও বলি এই ঢাকা শহরের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম।’