বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সম্প্রতি নাট্যকার ও গীতিকার শাহ্ সোহাগ ফকিরের স্ক্রিপ্টে তথ্য মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধভিত্তিক একটি ডকুমেন্টারি ফিল্মের কাজ শেষ হয়েছে।
এই ডকুমেন্টারি ফিল্মের স্ক্রিপ্ট তৈরিকালে মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া নানা তথ্য উপাত্ত সংগ্রহ করতে করতে তৎকালীন কিছু নির্মম বাস্তব ঘটনা তাকে ভীষণ নাড়া দেয়। আর সে সব ঘটনা নিয়ে সিদ্ধান্ত নেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয় বাংলা’ নির্মাণের।
এই ফিল্মের কাহিনীতে রয়েছে ১৯৭১ সালের অজানা কিছু নির্মম বাস্তবতা। যা নিয়ে এখনো কোন চলচ্চিত্র হয়নি। শাহ্ সোহাগ ফকিরের কাহিনী, গীত রচনা ও পরিচালনায় ‘জয় বাংলা’ চলচ্চিত্রের প্রি- প্রোডাকশন চলছে।
এ প্রসঙ্গে তিনি জানান, ‘জয় বাংলা’ চলচ্চিত্রের স্ক্রিপ্ট ও গান লেখা প্রায় শেষ। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে বলে জানালেন তিনি।