দুই সিটির দক্ষিণের মনোনয়ন এখনো জটিলতায়

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী অনেকটাই চূড়ান্ত। তবে উল্টো চিত্র ক্ষমতাসীন আওয়ামী লীগের। ঢাকা উত্তরে বর্তমান মেয়র আতিকুল ইসলামের দলীয় মনোনয়ন অনেকটা নিশ্চিত।

তবে দক্ষিণে কয়েকজন হেভিওয়েট নেতা মনোনয়ন চাইলেও দল কাকে বেছে নেবে এমন কোনো ইঙ্গিত এখানো মেলেনি। আজ শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দুই সিটিতে দলীয় প্রার্থী চূড়ান্ত হবে। আগামী ৩০ জানুয়ারি দুই সিটিতে হবে ভোটগ্রহণ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চান ২০ জন। এর মধ্যে ডিএসসিসিতে প্রার্থী ৮ জন।

তারা হলেন, বর্তমান মেয়র সাঈদ খোকন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগের নবনির্বাচিত আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, আওয়ামী লীগ নেতা নাজমুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব অধ্যাপক এমএ রশিদ, আশরাফ হোসেন সিদ্দিকী ও আবুল হাসনাত।

বিভিন্ন সূত্রে জানা যায়, ডিএসসিসির বর্তমান মেয়র সাঈদ খোকন এবার মনোনয়ন না-ও পেতে পারেন। আওয়ামী লীগের সভাপতিম-লীর দুজন সদস্য জানান, দলের কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাই ডিএসসিসিতে ক্লিন ইমেজের নতুন প্রার্থী চাচ্ছেন। গতকাল দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এক সংবাদ সম্মেলনে বলেন, দলের সিদ্ধান্ত হচ্ছে, যারা বিতর্কিত, এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে না। আমাদের নেত্রীরও (শেখ হাসিনা) ইচ্ছা ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেওয়া।

সূত্রমতে, কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগই নানা কারণে বিতর্কিত হওয়া সাঈদ খোকনের বিরোধিতা করছেন। সে ক্ষেত্রে তাদের পছন্দ শেখ ফজলে নূর তাপস ও অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু। তবে ঢাকা বারের সাবেক সভাপতি নজিবুল্লাহ হিরুকে সবশেষ কাউন্সিলে দলের আইন সম্পাদক করা হয়েছে। সে হিসেবে ব্যারিস্টার তাপসকে মনোনয়ন ফরম তুলতে বলা হয়। গতকাল তার পক্ষে বিশাল শোডাউন দিয়ে মনোনয়ন ফরম জমা দেন তার নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীরা।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খোকন। প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, মনোনয়ন দেওয়ার জন্য একটি প্রক্রিয়া আছে। সে প্রক্রিয়া অনুসরণ করে মনোনয়ন দেওয়া হবে। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এ সভায় চূড়ান্ত হবে মনোনয়ন পাব কিনা।

উত্তর সিটিতে নৌকার মনোনয়নপ্রত্যাশী ১২ জন। তারা হলেন- বর্তমান মেয়র আতিকুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শহীদুল্লা ওসমানী, সামাজিক সংগঠন ‘একটি পরিকল্পিত নগরী’র চেয়ারম্যান কুতুবউদ্দিন নান্নু, ভাসানটেক থানা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইয়াদ আলী ফকির, শহীদ পরিবারের সন্তান মোহাম্মদ জামান ভূঁঁইয়া, গার্মেন্ট ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, আলাউদ্দীন মোহাম্মদ, জেরিন সুলতানা কান্তা, ব্যবসায়ী আদম তমিজি হক, খায়রুল মজিদ, রেহেনা ফরহাদ আইভি ও মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লা।

Print Friendly, PDF & Email

Related Posts