খান মাইনউদ্দিন, বরিশাল: বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন সিএন্ডবি রোড এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে প্রায় সোয়া ৬ লাধিক টাকা মূল্যের ২৫ কেজি গাঁজা ও ২ হাজার ৩৬০ বোতল ফেনসিডিল এবং মাদক দ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
আটককৃক মাদক ব্যবসায়ীরা হলো- ফরিদপুরের মধুখালী থানাধীন বকশি চাঁদপুর এলাকার আব্দুস সাত্তার গাজীর ছেলে মো. সোহেল গাজী ওরফে আল আমিন (২৮) ও একই জেলার ভাঙ্গা থানাধীন চুমুরদ্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিঠু (২৫)।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় বরিশাল নগরীর রূপাতলী র্যাব-৮ সদর দপ্তরের মিডিয়া রুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম বলেন, ‘আমাদের কাছে খবর ছিলো কতিপয় মাদক ব্যবসায়ী ঝিনাইদহ থেকে কাভার্ডভ্যান যোগে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা নিয়ে বরিশাল শহরে প্রবেশ করছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৭টার দিকে কৌশলগতভাবে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন সিএন্ডবি মহাসড়কে তলাশি চৌকি স্থাপন করে বিভিন্ন গাড়িতে তল্লাশি করা হয়। এ সময় সংকেত পেয়ে চেকপোস্টে থামানো কাভার্ড চালক দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা ঘেরাও করে চালকসহ দু’জনকে আটক এবং কাভার্ডভ্যানে তল্লাশি করে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করে। দীর্ঘ দিন ধরেই এরা দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল বলে র্যাবের কাছে স্বীকার করেছে ওই দুই মাদক ব্যবসায়ী।
এই ঘটনায় র্যাব-৮ সিপিএসসি’র উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আল মামুন শিকদার বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।