মুশফিকুর রহমান ॥ হঠাৎ করে ফেইসবুকে একটি রোমান্টিক গান শুনলাম। গানটির কথা ও সুর আমার হৃদয়কে স্পর্শ করেছে। গানের কথাগুলো এরকম- ‘ভালবাসতে না পার যদি, বন্ধু হয়ে থেক বুকের মাঝে।’
কিছুদিন ধরে ভালো গানের খুবই সঙ্কট চলছে। গান হচ্ছে কিন্তু নানা কারণে হৃদয়কে তেমন স্পর্শ করতে পারছে না। এ কথা আমরা সবাই এক বাক্যে স্বীকার করি। সম্প্রতি এই হৃদয় স্পর্শ করা ‘বন্ধু’ গানটি শুনে মনে হলো এখনো কিছু ভালো গান হচ্ছে।
গানের কথা যদি হয় হৃদয়ছোঁয়া, তাতে যদি সুরের মূর্ছনা থাকে, তাহলে সে গান তো মানুষের হৃদয় কেড়ে নেবেই। যুগে যুগে শত-সহস্র গান হয়েছে, তার মধ্যে কিছু কিছু কালজয়ী গান, যা হৃদয়ের কথা বলে, আজও মানুষের মুখে মুখে শোনা যায়। এসব গান কখনো পুরনো হয় না।
কিছু গান অনন্ত যৌবনা, যার আবেদন কখনো শেষ হয় না। ‘বন্ধু’ গানটি শুনে আমার সেরকমই মনে হয়েছে।
বন্ধু গানটি প্রকাশের দুদিনের মধ্যে ইউটিউব ও ফেইসবুকে ভাইরাল হয়েছে। গানটি আমি নিজেও অনেকবার শুনলাম। তারপরও মনে হচ্ছে, আরো কিছু সময় যদি শুনতে পেতাম।
এই হৃদয় স্পর্শ করা রোমান্টিক গানের গীতিকার ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশেরই কৃতী সন্তান দেবাশীষ দাশ।তিনি একজন রাইটার অ্যান্ড রিসার্চ স্কলার। দেবাশীষ দাশ একাধারে গান, কবিতা, উপন্যাস, নাটক ও গবেষণা প্রতিবেদন লেখায় সমানভাবে পারদর্শী। এই মেধাবী লেখকের বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো- বীরাঙ্গনা থেকে মুক্তিযোদ্ধা, ফিরে চাই ভালবাসা ও রিমার ভালবাসা।
সম্প্রতি এই রোমান্টিক মৌলিক গানটি ঢাকাতে অন্তরা ও প্রমিক্স স্টুডিওতে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসমা দেবযানীর তত্ত্বাবধানে রেকর্ড করা হয়। গানটির সুরকার জনপ্রিয় কণ্ঠশিল্পী শশী জাফর।আসমা দেবযানী সঙ্গে সুরকার নিজেও এ গানে কণ্ঠ দিয়েছেন। সঙ্গীত পরিচালক- দেবা পাল।
আগামী সপ্তাহে দেবাশীষ দাশের লেখা আরেকটি (দ্বিতীয়) রোমান্টিক মৌলিক গান- হৃদয়ের কিছু কথা গানে গানে বলি, এসো আজ দুজনে হাত ধরে চলি। গানটি ইউটিউব ও ফেইসবুকে প্রকাশিত হতে যাচ্ছে। এই রোমান্টিক গানটির সুর করেছেন প্রখ্যাত সুরকার মিলটন খন্দকার। গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসমা দেবযানী। এই গানটিও প্রচুর শ্রোতা জনপ্রিয়তা পাবে বলে প্রবাসী লেখক ও গবেষক দেবাশীষ দাশ আশা করছেন। কারণ গানটির কথা, সুর, সঙ্গীত এবং দেবযানীর বিশেষ গায়কীর কারণে মুহূর্তে শ্রোতাদের হৃদয় কেড়ে নেবে।
‘বন্ধু’ গানটি শুনতে হলে ইউটিউবে Debs Das UK এই আইডিতে সার্চ করতে হবে। দেবাশীষ দাশের ফেইবুক আইডি Debs Das সার্চ করলেও গানটি পাওয়া যাবে।
মানুষের ভালবাসার কথা বলা রোমান্টিক ‘বন্ধু’ গানটি সবার হৃদয়ে স্থান করে নেবে বলে আমার বিশ্বাস।