জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: ভোলা চরফ্যাসন উপজেলার নুরাবাদ ও আহম্মদপুর ইউনিয়ন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত চলে।
সোমবার (৩০ ডিসেম্বর) নুরাবাদ ও আহম্মদপুর ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। সকাল ৯টা থেকেই ভোট কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট গ্রহণকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে দুইটি ইউনিয়নে চার স্তরের নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়। এর মধ্যে পুলিশ ৪শ জন, র্যাব ৪০ জন, বিজিবি দুই প্লাটুন, আনসার সদস্য ছিল ৩৮০জন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২জন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২জন সার্বক্ষনিক দ্বায়িত্ব পালন করেন।