জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সদর উপজেলা ও সাটুরিয়া উপজেলার ৬ ইটভাটায় মাপে কারচুপি করার অপরাধে ৬ ইটভাটা মালিককে ৩ লক্ষ ৪০ হাজার টাকা অর্থদন্ড করেছেন জাতীয় ভোক্তা অধিদপ্তর।
আজ (মঙ্গলবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া এলাকার এম.এস.বি ইটভাটায় ৫০ হাজার, ধানকোড়া এলাকার এ.এ.বি ভাটা মালিককে ৫০ হাজার, একই এলাকার কে.বি.এম ভাটায় ৫০ হাজার, হক ভাটায় ৫০ হাজার, এম আলী ভাটায় ৫০ হাজার এবং এম.কে.এস ভাটা মালিককে ৯০ হাজার টাকা।
মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সদর ও সাটুরিয়া উপজেলার ৬ টি ইটভাটা মালিককে পরিমাপে কারচুপি করার অপরাধে তাদেরকে অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং সাত দিনের মধ্যে ইট কাটার ফর্মা মাপ ঠিক করতে বলা হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।