নলছিটিতে অগ্নিকান্ডে অর্ধশত যানবাহন পুড়ে ছাই

খান মাইনউদ্দিন, বরিশাল : ঝালকাঠি জেলার নলছিটি পৌর এলাকার কান্ডপাশায় একটি অটো গ্যারেজে অগ্নিকান্ডে প্রায় অর্ধশত অটো,মোটরসাইকেল ও অটোরিকশা পুড়ে ছাই হয়েছে। লিমন নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুত্বর আহত ও এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

গত ৩১ ডিসেম্বর গভীর রাতে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

জানাগেছে, নলছিটি পৌর এলাকার কান্ডপাশা গ্রামের শাহাদাৎ হোসেনের পুত্র মো: মাসুদ খান বেকারত্ব দূরীকরণের জন্য বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করে ৮টি ব্যাটারী চালিত অটো ও দু’টি মোটরসাইকেল ক্রয় করে ভাড়া দেওয়ার পাশাপাশি নলছিটি -দপদপিয়া সড়কের পার্শ্বে কান্ডপাশা এলাকায় বৃহৎ একটি গ্যারেজ নির্মাণ করে। ওই গ্যারেজে তার নিজের যানবাহনের পাশাপাশি ব্যাটারী চার্জ দেওয়ার জন্য আরো ৩০ টি ব্যাটারী চালিত অটো, ৪টি অটো ভ্যান,১ টি অটো রিকশা ও দুটি মোটরসাইকেল ছিল। ওই গ্যারেজে কান্ডপাশা এলাকার মালেক জমাদ্দারের এএএসসি পরীক্ষার্থী পুত্র লিমন ঘুমিয়ে ছিল।

গভীর রাতে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লাগলে মুহূর্তেই গ্যারেজটি সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়ে যায়। গ্যারাজে ঘুমিয়ে থাকা লিমন আগুনে পুড়ে গুরুত্বর আহত হলে তাকে উদ্বার করে বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নেয়া হয়। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে ঢাকায় নেয়া হচ্ছে।

এদিকে বেকার যুবক গ্যারেজের মালিক মাসুদ খান ওই অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে পাগলপ্রায়। মাসুদ গ্যারেজ পুড়ে যাওয়ার খবর পেয়ে অজ্ঞান হয়ে পড়ে।

Print Friendly, PDF & Email

Related Posts