মতলব উত্তরে পাঠ্যবই বিতরণ উৎসব

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয় ও নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নূরুল আমিন রুহুল।

পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ জাকারিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ওসি মোঃ নাসির উদ্দিন মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভুঞা, নাউরী আহম্মাদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, নাউরী সপ্রাবির প্রধান শিক্ষক খায়রুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল আমিন রুহুল বলেন, একযোগে বিনামূল্যে ৩৫ কোটি পাঠ্যবই বিতরণ পৃথিবীতে বিরল। বছরের প্রথম দিনেই দেশের চার কোটি শিক্ষার্থী হাতে নতুন বই পেল। এটা সম্ভব হয়েছে যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। একমাত্র শেখ হাসিনা ছাড়া এমন সাহসিকতার পরিচয় আর কেউ দিতে পারবে না। আমরা বাঙালী তার প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে আধুনিক শিক্ষা বিস্তারে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। বৃত্তি প্রদানসহ নানান সুবিধা দিচ্ছে সরকার। আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। আওয়ামী লীগ দেশের উন্নয়ন করার সরকার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনোয়ার হোসাইন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মনোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার মো. মাহফুজ মিয়া, ওয়ালী উল্লাহ, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খাজা আহমেদ, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শফিউদ্দিন সফি, ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিরাজ খালিদ যুবলীগ নেতা মহিউদ্দিন জিকু’সহ নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।

Print Friendly, PDF & Email

Related Posts