টাঙ্গাইলে জাতীয় সমাজসেবা দিবস পালিত

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: সোনার বাংলায় মুজিববর্ষে, সমাজ কল্যান এগিয়ে চলেছে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহআলম মিয়ার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, জেলা সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ । স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম মিয়া।
Print Friendly, PDF & Email

Related Posts