জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: মানিকগঞ্জে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী(মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে মুজিব বর্ষ উদযাপন ও শিল্প-সাহিত্য সেবা মেলা শুরু হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
গত বুধবার সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
মেলায় জনসেবামূলক সরকারি ও বেসরকারি পর্যায়ের ৫৮ টি স্টল রয়েছে। এছাড়া প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। লোক সংগীত, বঙ্গবন্ধুকে নিয়ে রচিত দেশাত্ববোধক গান,রবীন্দ্র/নজরুল গীতি,কবিতা/নাটিকা,আধুনিক গানের উপর আন্ত: উপজেলা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মেলা দেখতে আসা দেবেন্দ্র কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, মেলায় বিভিন্ন স্টলে সরকারি সেবা কিভাবে পাওয়া যায় সে ব্যাপারে জানতে পারলাম। এ ধরনের মেলা আমাদের উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে ধারনা তৈরি করে।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জুয়েল আহমেদ বলেন, পরিবারের সবাইকে নিয়ে এসেছি গান শুনতে। এ মেলার শিল্পীদের গান বেশ জমজমাট। এছাড়া সবাইকে নিয়ে স্টলগুলো ঘুরে দেখতে ভালই লাগলো।