শাকিব খানের দেহরক্ষীর মৃত্যু

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ চিত্রনায়ক শাকিব খানের দেহরক্ষী হারুন অর রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাজধানীর গ্রিনরোডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাকিবের দেহরক্ষী হারুনের মৃত্যুর খবর চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন মেকআপ আর্টিস্ট সবুজ।

তিনি বলেন, ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন হারুন। চিকিৎসা চলছিল। এর পাশাপাশি তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে হারুন মারা যান। হারুনের গ্রামের বাড়ি কুমিল্লাতে। সেখানে পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন হবে। ঢাকা থেকে হারুনের মরদেহ কুমিল্লাতে নিয়ে যাওয়া হয়েছে।

শাকিব খানের দীর্ঘদিনের দেহরক্ষী ছিলেন হারুন অর রশিদ। সবসময় তিনি এ নায়কের নিরাপত্তায় নিয়োজিত থাকতেন।

দেহরক্ষী হারুনের মৃত্যুতে শোক প্রকাশ করে শাকিব খান বলেন, হারুন ছিল নিবেদিত প্রাণ। শুটিং ও ব্যক্তিগত চলাফেরায় সে সবসময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতো। সে আমার পরিবারের একজন সদস্যের মতোই ছিল। তার এত দ্রুত চলে যাওয়া আমার জন্য ভীষণ কষ্টের। হারুনের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

Print Friendly, PDF & Email

Related Posts