মতলব উত্তরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক অভিন্ন অনুষ্ঠান আয়োজনের ল্েয এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদের সভাকে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন, উপজেলা কৃষি কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী ওসি মোঃ নাসির উদ্দিন মৃধা, শিক্ষা অফিসার মোঃ ইকবাল হোসেন ভুঞা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, সাংবাদিক গোলাম নবী খোকন, সাংবাদিক শামসুজ্জামান ডলার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, যার জন্ম না হলে বাংলাদেশ জন্ম হত না। যার সদিচ্ছা না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না, আমি সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। তিনি বলেন, বঙ্গবন্ধু এদেশের গণমানুষের কথা ভাবতেন। তিনি দিনমজুরদের কথা ভাবতেন। বঙ্গবন্ধু মানুষের অধিকার আদায়ের জন্য বহুবার কারাবরণ করেছেন। সেই আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী অনুষ্ঠান উদ্যাপন হতে যাচ্ছে। সারাদেশেই এই অনুষ্ঠানে ব্যাপক জমকালো আয়োজনে উদযাপিত হবে। সে লক্ষ্যে মতলব উত্তরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সকলের সহযোগীতা প্রয়োজন।

এমএ কুদ্দুস বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। আওয়ামীলীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশে উন্নয়ন হবেই। কোন ষড়যন্ত্রই দেশের উন্নয়নকে দাবিয়ে রাখতে পারবেনা। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।

এছাড়াও উন্মুক্ত মতামত ব্যক্ত করেন, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, মোহনপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল, পরিসংখ্যান কর্মকর্তা সায়েদুল আলম, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী মাধ্যমিক শিা অফিসার আশরাফুল আলম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ, ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায়- আনন্দ শোভাযাত্রা, বিশেষ স্মৃতিস্তম্ভ স্থাপন, আলোচনা সভা, সাংস্কৃতিক উৎসব, শিশুদের মাঝে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ নানান বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করার লক্ষ্যে উপস্থিত সকলে মতামত ব্যক্ত করেন।

Print Friendly

Related Posts