মানিকগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে মতবিনিময়

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে মানিকগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ মো.আনোয়ারুল আমিন আখন্দ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মো.সোলায়মান হোসেন, জেলা ইপিআই সুপারিনটেডেন্ট মো.আক্তার উজ্জামান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সুরুজ খান, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহ সভাপতি আহম্মেদ সাব্বির সোহেলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় রাউন্ডে আগামী ১১ জানুয়ারিতে মানিকগঞ্জ জেলায় এবছর ১৬৯৩টি টিকা কেন্দ্রে ১৫লক্ষ ৯হাজর ৫শত ৬জনকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
৬-১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Print Friendly, PDF & Email

Related Posts