শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্মরণকালের শোভাযাত্রা

এম.এম চৌধুরী কাওসার, হবিগঞ্জ: উপলক্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও স্থিরচিত্র প্রদর্শন এবং চিত্রাঙ্কনের আয়োজন করে। শনিবার সকাল হতেই উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও শত শত শিক্ষার্থী দলবেঁধে এসে এ শোভাযাত্রায় যোগদান করেন। এ সময় অনেকে মন্তব্য করেন শায়েস্তাগঞ্জের ইতিহাসে এ শোভাযাত্রা স্মরণকালের।

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।

পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমীক সুপার ভাইজার জগদীশ দাস তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। এতে স্বাগত বক্তব্য রাখেন- স্কুলের প্রধান শিক্ষক আবিদুর রহমান।

বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা প্রানেশ চন্দ্র দত্ত, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দে, জেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক, হবিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, তহশিলদার রেজাউল করিম বাদল, পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাংবাদিক কামরুল হাসান, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী, উপজেলা অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, সাংবাদিক আব্দুল কাইয়ূম, অপু দাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শাহেদুল ইসলাম শাহেদ, যুগ্ম-আহবায়ক তোফাজ্জল হোসেন অপু, পৌর স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহবায়ক নাজমুল হুদা তৌহিদ, যুবলীগ নেতা মোঃ সোয়েব, সাবাজ আহমেদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগসহ প্রমুখ।

পরে সেখানে আগত দর্শকদের মাঝে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শন করা হয়। বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া এ কর্মসূচির অন্যান্য কার্যক্রমের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন ও ওসি (তদন্ত) আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ নিরাপত্তা দিয়ে সার্বিকভাবে এ অনুষ্ঠানকে সহযোগীতা করেছে।

এতে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলামের নেতৃত্বে দমকল কর্মীরা অংশগ্রহণ করে। এছাড়া অনুষ্ঠান পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা অফিসের সিও ইমাংশু চন্দ্র ঘোষ, নাজির মোঃ উস্তার মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

Print Friendly, PDF & Email

Related Posts