শীতের রাতে কম্বল নিয়ে এতিমখানায় ইউএনও

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) : শীতের রাত। হিম শীতল বাতাসে জবুথবু প্রাণ। ঘড়ির কাঁটা রাত ১০টা পেরিয়ে গেছে। ঘুমিয়ে পড়েছেন সারাদিন লেখাপড়া করা এতিম গরীব অসহায় ছাত্ররা। হঠাৎ একজন দরজায় কড়া নাড়িয়ে বললেন ইউএনও স্যার আপনাদের জন্য কম্বল নিয়ে এসেছেন।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর পাচানী জামিয়া কাসেমুল উলুম মাদরাসায় অধ্যয়নরত প্রায় অর্ধশত দরিদ্র শীতার্ত শিক্ষার্থীকে সোমবার রাতে কম্বল দিয়ে জড়িয়ে ধরলেন ইউএনও এএম জহিরুল হায়াত।

এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাতেই উপজেলা কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের কাছে নিজ হাতে কম্বল পৌছে দিতে গভীর রাত অবধি ছুটে যান তিনি।

শিক্ষার্থী জহিরুল ইসলাম বলেন, এ শীতের রাতে ইউএনও স্যার আমাদের শীত নিবারণের জন্য কম্বল নিয়ে এসেছেন তাতে আমরা অনেক খুশি হয়েছি।

ইউএনও এএম জহিরুল হায়াত বলেন, উপজেলায় প্রচন্ড শীত পড়েছে। মানবতাবোধ থেকেই কাজটি করেছি। একজন শীতার্ত মানুষকে খুঁজে পেতে হলে রাতের কোনো বিকল্প নেই, তাই রাতেই কম্বল বিতরণের কাজগুলো করার চেষ্টা করছি। দিনে গেলে অফিসে সেবা নিতে আসা লোকজন তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হতো।

তিনি আরো বলেন, দরিদ্র মানুষ বিভিন্ন জনের কাছে গিয়ে সাহায্য পেতে পারেন। এতিম দরিদ্র শিশুরা কারো কাছে গিয়ে কম্বল চেয়ে আনা খুব সহজ নয়। তাই আমি এ উদ্যোগ গ্রহণ করেছি।

 

Print Friendly

Related Posts