ঢাবির এ্যাকাউন্টিং বিভাগের পঞ্চাশ বছর পূর্তিতে থিম সঙ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি অনুষদের এ্যাকাউন্টিং বিভাগের পঞ্চাশ বছর পূর্তিতে স্মরণীয় অনুষ্ঠান হতে যাচ্ছে। তার উপর ইতোমধ্যেই তৈরি হয়েছে থিম সঙ ।

সুরকার মো. শাহনেওয়াজ এর সুরে এতে কন্ঠ দিয়েছেন ঢাবির বিজনেস ফ্যাকাল্টির দু’জন শিক্ষক সহযোগী অধ্যাপক আল আমীন, সহকারী অধ্যাপক ইশতার মহল সিথি এবং চারজন ছাত্র ছাত্রী।

গানের কথা লিখেছেন বেশ কিছু সৃজনশীল গানের স্রষ্টা ওসমান শওকত।

মাই টিভি স্টুডিওতে গত ১৬ জানুয়ারি গানটি রেকর্ডিং হয়।

 

গানটির কথা:

 

সাফল্যের পাঁচটি দশক

আমাদের পরিবার

স্বপ্নকে নিয়ে গেছে সম্ভাবনায়

শিক্ষা কর্ম দক্ষতায় -।।

 

এদেশের প্রয়োজনে

আমাদের অর্জনে

নির্ভুল গণনায় বেঁধে গেছি ঘর

ঐতিহ্যের এই দীর্ঘ প্রহর

পৌঁছে দিয়েছে নব ঠিকানায় -।।

 

আমরা

জীবনের কালগুনে স্বপ্নের আগেই চলি

মানুষের কথা শুনে মানুষের কথা বলি -।।

 

অর্থনীতির মাঝে

আমাদের প্রিয় কাজে

জবাবদিহিতা সব আজ নিশ্চিত

বিশ্ববাজারে গড়ে তুলেছি এ ভিত

মেধা আর মননের যোগ্যতায় -।।

Print Friendly, PDF & Email

Related Posts