২৭ বছর পর..

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অস্ত্র মামলায় ২৭ বছর পর সাজাপ্রাপ্ত ওয়াদুদ মিয়া (৫২) নামে সাত বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি)  দুপুরে আদালতের মাধ্যমে  তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত ওয়াদুদ মিয়া সে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামের শাজাহানের ছেলে।

রোববার(১৯ জানুয়ারি) সন্ধায় পুলিশ সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, ১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসে মির্জাপুর থানা পুলিশ ওয়াদুদকে অস্ত্রসহ গ্রেপ্তার করেন।গ্রেপ্তারের পর ওয়াদুদ জামিনে ছাড়া পায়। মামলা নম্বর ০৬(২)৯৩। অস্ত্র আইনের ১৯(এ) ও (এফ) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৬ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে আদালতের বিচারক তাকে ৭ বছরের সশ্রম কারাদন্ড দেন।

কারাদন্ড হওয়ার পর থেকে ওয়াদুদ গা ডাকা দেন। দীর্ঘ ২৭ বছর পর গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান সন্ধায় সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান বলেন, ২৭ বছর পর অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী ওয়াদুদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

 

Print Friendly

Related Posts