টাঙ্গাইলে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া হাউজিং সেটেলমেন্ট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন, হাউজিং সেটেলমেন্ট ও গণপূর্তের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন হাউজিং সেটেলমেন্টের উপ-পরিচালক তাজিনউর রহমান ও জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ জামান।

টাঙ্গাইল হাউজিং এস্টেটের সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ আকন্দ  বলেন, হাউজিং সেটেলম্যান্টসহ আশপাশের এলাকার সৌন্দর্য রক্ষার্থে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ  স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট রোকনুজজামান  বলেন, হাউজিং সেটেলমেন্ট, গণপূর্ত ও লৌহজং নদীর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকান, বসতঘর উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময়  টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, হাউজিং এস্টেটের সভাপতি শাহীন আকন্দসহ  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন ।

 

Print Friendly, PDF & Email

Related Posts