জ,ই,বুলবুল: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট দেশের সকল জেলা-উপজেলার সংবাদ কর্মীদের সফল প্রশিক্ষন অব্যাহত রেখেছে।
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর, বাঞ্ছারামপুর, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার ২৮ জন সাংবাদিক দ্বিতীয় দফায় বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সকাল নয়টায় আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ ইলিয়াছ ভুঁইয়া।
প্রথমদিনে পাঁচটি সেশনে সাংবাদিকদেরকে সাংবাদিকতার বিষয়ে গুরুত্বপূর্ণ ট্রেনিং পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, বাংলাভিশন টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ, পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, জ্যেষ্ঠ প্রশিক্ষক ও গবেষক আবুল বাশার খান, দৈনিক জনকন্ঠের সিনিয়র সাব এডিটর শমসের সৈয়দ।
প্রশিক্ষণে সংবাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উপাদান, সংবাদ মূল্য, চেতনা, সংবাদ শিরোনাম, সংবাদ সূচনা, সংবাদ কাঠামো, সংবাদের উৎস, মুক্তিযুদ্ধ বিষয়ক রিপোর্টিং এর জ্ঞানগর্ভ আলোচনা করা হয়। এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মফস্বল সাংবাদিকদের অভিমত অভিযোগের ভিত্তিতে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা প্রদান করা হয়।
মহাপরিচালক (ডিজি) সিনিয়র সাংবাদিক, কবি জাফর ওয়াজেদের আন্তরিক প্রচেষ্টায় এ প্রশিক্ষন আরো আধুনিকায়ন করা হয়েছে।সাংবাদিকতার মানও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।সরকারও এ-র উপর জোর দিয়েছেন।