বরগুনা প্রতিনিধি: মাঝারি বর্ষণের কারণে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে বরগুনাসহ উপকূলীয় এলাকার মানুষ।
আমন মৌসুমের শেষে রবি শস্য ফলনের এ সময়ে বৃষ্টিপাত কৃষিতে ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা কৃষকদের। বিশেষ করে গোল আলু চাষিরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। কারণ ক্ষেতে পানি জমলে আলুর ফলনে পঁচন ধরার সম্ভাবনা দেখা দেবে। এ ছাড়াও মুগডাল, তরমুজ, মরিচ ও অন্যান্য রবি শস্য রোপণের মুহুর্ত এখন। ঠিক এ সময়ে বৃষ্টিতে মাঠে পানি জমলে বীজ নষ্ট হয়ে ফলনে ধস নামবে।
বৃহস্পতিবার সকাল থেকেই বরগুনায় গুমোট আবহাওয়া বিরাজ করছিল। দুপুর ১২টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হলেও বেলা একটার দিকে মাঝারি বর্ষণ শুরু হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরগুনা পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলসমূহে শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কলাপাড়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বলেন, ‘শনিবার পর্যন্ত আবহাওয়ার এমন আচরণ অব্যহত থাকতে পারে। আগামী দু’দিন গুমোট মেঘে আচ্ছন্ন থাকাসহ গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। পরবর্তী পুরো সপ্তাহই উপকূলীয় এলাকা মেঘাচ্ছন্ন থাকতে পারে।’