বাসাইলে হত-দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল সদর ইউনিয়নের রাশড়া গ্রামে হত-দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ  করেছেন জাপান বাংলা পিস ফাউন্ডেশনের উপদেষ্টা ও এস.জাহান ফাউন্ডেশনের  প্রতিষ্ঠাতা শাহজাহান চৌধুরী লিটন।
শনিবার (১ ফেব্রুয়ারি ) বিকেল ৪টার দিকে বাসাইল সদর ইউনিয়নের রাশড়া হারুন বাজার  প্রাঙ্গণে এস.জাহান ফাউন্ডেশন ও  রাশড়া সুচিন্তাশীল যুব সমাজের উদ্যােগে ২শতাধিক হত-দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
রাশড়া গ্রামের সাবেক  ইউপি  সদস্য আব্দুল কদ্দুস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বাংলা পিস ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাসাইল কাঞ্চনপুর ইউনিয়নের সৈয়দামপুর গ্রামের চৌধুরী বাড়ীর কৃতি সন্তান শাহজাহান চৌধুরী লিটন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম লিয়াকত, সমাজসেবক কাদের মিয়া,  সমাজসেবক ছামান উদ্দিন মিয়া, সমাজসেবক হাজী নজির মিয়া, সমাজসেবক শুকুর মাহমুদ, মিরিকপুর গঙ্গাঁচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী-শিক্ষক আলীনুর কবির, সমাজসেবক হাশেম মিয়া, সমাজসেবক সুরুজ মিয়া, রিপন কবির, জুয়েল মিয়া, এরশাদ মিয়াসহ  রাশড়া সুচিন্তাশীল যুব সমাজের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 
Print Friendly

Related Posts