জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এসএসসি ও ও দাখিল পরীক্ষার প্রথম দিন (বাংলা ১ম পত্র ও কোরআন মজিদ) ঝরে পড়েছে ৫ জন শিক্ষার্থী। তার মধ্যে এসএসসিতেই ৪ জন। মতলব উত্তর উপজেলার ১০ টি পরীা কেন্দ্রে প্রথম দিন পরীক্ষায় ২ হাজার ৯শ’ ৮৯ জন এসএসসিতে (নিয়মিত ও অনিয়মিত) ও ৩৯৮জন শিক্ষার্থী দাখিল (নিয়মিত ও অনিয়মিত) পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম ফিলাপ করে। প্রথম দিন পরীক্ষায় অংশ নেয়নি ৫ জন পরীক্ষার্থী।
এসএসসিতে ৪ জন অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে বাগানবাড়ী আইডিয়েল একাডেমীতে ১জন, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে ২জন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে ১ জন ও ফরাযীকান্দি কামিল মাদরাসা কেন্দ্রে ১ জন। মতলব উত্তর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও ও দাখিল পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, নিরিবিলি পরিবেশ পরীা চলছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা প্রশাসন তৎপর রয়েছে।
উপজেলার ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, নাউরী আহম্মদীয়া উবি কেন্দ্রসহ বিভিন্ন পরীা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত, মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান কামল’সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
সকাল ১১টায় উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে ইউএনও এএম জহিরুল হায়াত বলেন, সুন্দর সুষ্ঠুভাবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনগুলোতে সুন্দরভাবে পরীক্ষা চলার জন্য সর্বস্তরের লোকজনের সহযোগিতা প্রয়োজন। সরকার ও প্রশাসনের পে সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রকার প্রস্তুতি নেয়া আছে।
ওসি মো. নাসির উদ্দিন বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে দেওয়া হবে না। এজন্য প্রতিটি কেন্দ্রেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সকলের সহযোগীতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবো।