জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: মানিকগঞ্জে ঘন কুয়াশায় ব্যাহত হয়েছে সরিষার আবাদ। চলতি বছর ঘন কুয়াশা ও বৃষ্টির ফলে সরিষার ফুলে পচন ও রোগ বালাই দেখা দেয়। ফলে এ মৌসুমে সরিষার ফলন কম হওয়ার আশঙ্কা করছেন চাষীরা। বেশি শীতে সরিষার ফলন ভাল হলেও অতিরিক্ত কুয়াশা ও বৃষ্টির ফলে ফলন ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন তারা।
কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, গত বছর ৩৫ হাজার ৬৭৪ হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। ৩৬ হাজার ১২০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়। চলতি বছর ৩৬ হাজার ৭৬৮ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। ৩৬ হাজার ৫৫৫ হেক্টর জমিতে এ বছর সরিষার আবাদ করা হয়েছে।
চাষীরা জানান, এ মৌসুমে ঘন কুয়াশা ও অনাকাঙ্খিত বৃষ্টিতে সরিষার ফুলে পচন ধরে। ফুলে বিভিন্ন রোগ বালাই হওয়ায় সরিষার দানা ছোট হয়ে গেছে। এতে করে সরিষার ফলন কম হয়েছে। ফলন কম হওয়ায় এ বছর বেশিরভাগ চাষীরা লোকসানে পড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার আবু মোঃ এনায়েত উল্লাহ বলেন, সরিষার জমিতে পানি জমে থাকলে আবাদ ক্ষতিগ্রস্থ হয়। এবার অতি বৃষ্টিতে ফলন কম হওয়ার আশঙ্কা ছিল। তবে মাঠে বৃষ্টির তেমন প্রভাব পড়েনি। দেশী সরিষার ফলন কিছুটা কম হলেও বাকি জাতের সরিষার ভাল ফলন হয়েছে।