কন্যাকে নিয়ে দেশ ছাড়ছেন রানি

বিডি মেট্রোনিউজ ডেস্ক বয়স মাত্র চার মাস। এই প্রথম বাড়ির বাইরে বেরোবে সে। বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যাবে। সে হল খুদে সেলেব আদিরা। রানি মুখোপাধ্যায় এবং আদিত্য চোপড়ার মেয়ে। এই বয়সেই সেলেব স্ট্যাটাস পাওয়া আদিরা দেশে নয়, বরং প্রথম বারই বেড়াতে যাবে বিদেশে।

 

চলতি বছর গরমেই সপরিবার প্যারিসে যাচ্ছেন আদিত্য। হাতে কিছু কাজ রয়েছে। আর তা শেষ হলেই রানি এবং আদিরাকে নিয়ে ছুটি কাটাবেন। শোনা যাচ্ছে, যশরাজ প্রোডাকশনের পরের ছবি ‘বেফিকর’-এর শুটিং শুরু হবে প্যারিসেই। সে কারণেই প্যারিস যাচ্ছেন আদিত্য। একইসঙ্গে ছুটিও কাটানো হবে। প্যারিসে ইতিমধ্যেই একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও ভাড়া নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

তবে অনেকেই মনে করছেন, পাপারাত্‌জিদের কাছে আদিরার ছবি ফ্রেমবন্দি করার এটাই সবথেকে ভাল সুযোগ। কারণ এখনও আদিরার ছবি প্রকাশ্যে আসেনি। আর এই প্রথম বাড়ির বাইরে পা রাখছে এই খুদে সেলেব।

Print Friendly, PDF & Email

Related Posts