মাশরাফির আরো দুটি কীর্তি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ মার্চ থেকে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ক্রিকেট ক্যারিয়ারে ‘৭০০’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন।

এ ম্যাচে বাংলাদেশ পায় নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ১৬৯ রানের জয়।

এ জয়ের ম্যাচে দুইটি দারুণ মাইলফলকে পৌঁছেন মাশরাফি। অধিনায়ক হিসেবে তিনি পূরণ করেছেন ১০০ ওয়ানডে উইকেট আর স্বীকৃত ক্রিকেটে তার পূরণ হয়েছে ৭০০ উইকেটের মাইলফলক। এ দুইটি অর্জনেই তিনি পা রেখেছেন জিম্বাবুয়ের দশম উইকেটটি নেয়ার মাধ্যমে।

আন্তর্জাতিক ওয়ানডেতে অধিনায়ক হিসেবে উইকেটের সেঞ্চুরি করা পঞ্চম বোলার হলেন মাশরাফি। ৮৬ ম্যাচে অধিনায়কত্ব করে উইকেটের এ সেঞ্চুরি পূরণ করলেন নড়াইল এক্সপ্রেস।

তার আগে অধিনায়ক হিসেবে ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি করেছেন ওয়াসিম আকরাম (১৫৮), শন পোলক (১৩৪), ইমরান খান (১৩১) এবং জেসন হোল্ডার (১০১)।

এছাড়াও একইসঙ্গে স্বীকৃত ক্রিকেটে ৭০০ উইকেট পূরণ হলো বোলার মাশরাফির। ২০০১ সালে শুরু হওয়া ক্যারিয়ারে আজ ৫২৩তম ম্যাচটি খেলতে নেমেছিলেন মাশরাফি। এর মধ্যে ফার্স্ট ক্লাসে ৫৭ ম্যাচে ১৩৫, লিস্ট ‘এ’তে ৩০৩ ম্যাচে ৪১৯ এবং কুড়ি ওভারে ক্রিকেটে ১৬৩ ম্যাচে শিকার করেছেন ১৪৬ উইকেট। সবমিলিয়ে পূরণ হয়েছে স্বীকৃত ক্রিকেটের ৭০০ উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ৩০৮ ম্যাচে ৩৮৮ উইকেট রয়েছে মাশরাফির ঝুলিতে। টেস্ট ক্রিকেটে ৩৬ ম্যাচে ৭৮, ওয়ানডেতে ২১৮ ম্যাচে ২৬৬ উইকেট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৪ ম্যাচে মাশরাফির শিকার ৪২ উইকেট। আর মাত্র ১২টি উইকেট পেলে আন্তর্জাতিক উইকেটের ৪০০ পূরণ হবে তার।

উল্লেখ্য, বাংলাদেশের পক্ষে স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে বেশি ১১৪৪ উইকেট রয়েছে বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাকের দখলে। এছাড়া আরেক বাঁ-হাতি স্পিনার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনও পর্যন্ত পেয়েছেন ৯৮৫টি উইকেট।

Print Friendly, PDF & Email

Related Posts